দিন শেষে একা একা যাব যে কবরে
গীতিকার-প্রফেসর মোঃ আমির হোসেন
সুর,কন্ঠ ও মিউজিক-সারোয়ার মাহিন
স্টুডিও -মাটির সুর
মায়ায় জড়িয়ে আমি ভুলেছি তোমারে
নিদানে পড়লে আমি ছেড়ো না আমারে
জানি দিন শেষে একা একা যাব যে কবরে
আমি ভুলেছি তোমারে…(২
লোভ লালসায় মজে কাটিয়ে দিলাম কাল
নিজেই নিজের ক্ষতি করে হলাম কাঙাল
ভুল করে বাঁধিনি তোমায় ইবাদতের ডোরে
আমি ভুলেছি তোমারে…(ঐ)
কিছুই যাবে না সাথে যত জমিয়েছি ধন
ধন জমাতে গিয়ে শেষ আমার জীবন
কাফন পরেই আমি যাব যে কবরে
আমি ভুলেছি তোমারে…(ঐ)
আমির বলে সব ছাড়বো তোমারই ডাকে
তখন আপনজন সব থাকবে যে ফাঁকে
একমাত্র বন্ধু থাকবে তুমি সেই আঁধারে
আমি ভুলেছি তোমারে…(ঐ)