“গান বাজেনা আর বাশি বাজেনা” গানের সম্পূর্ণ লিরিক্স
- গান:** গান বাজেনা আর বাশি বাজেনা
- গীতিকার:** ইউনুছ আকমাল
- সুর, কন্ঠ ও মিউজিক:** সারোয়ার মাহিন
গানের পূর্ণ লিরিক্স:
গান বাজেনা আর বাশি বাজেনা,
বাজেনা আর মনেতে ভাঙা সুর।
রোদ্দুরে ছায়া হারায় পথিক,
খুঁজে ফেরে মনের গান দূর।
বিরহে কেন তবু গান বাজেনা আর বাশি বাজেনা,
বাজেনা আর মনেতে ভাঙা সুর।
খুঁজে ফিরি স্মৃতির আকাশে,
হারিয়ে যাওয়া দিনের আঁকিবুঁকি,
মনের তীরে, শূন্যতায় আমি,
গেয়ে যাই একাকীত্বের ঢেউ।
গান বাজেনা আর বাশি বাজেনা,
বাজেনা আর মনেতে ভাঙা সুর।
বিরহে কেন তবু গান বাজেনা আর বাশি বাজেনা,
বাজেনা আর মনেতে ভাঙা সুর।